মালদা

বিভিন্ন দাবীতে রেল কর্মচারীদের ৭২ ঘণ্টার রিলে অনশন

বিভিন্ন দাবী দাওয়া নিয়ে রেল কর্মচারীদের ৭২ ঘণ্টা রিলে অনশন শুরু হল মঙ্গলবার। এদিন সারা দেশের সাথে মালদা জেলাতেও পূর্ব রেলের মালদা বিভাগে ইস্টার্ন রেলওয়ে মেনস্ ইউনিয়নের উদ্যোগে তিন দিন ধরে রিলে অনশনের আয়োজন করা হয়। এদিনের এই অনশনে হাজির ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারি প্রকাশ কুমার ব্যানার্জী সহ আরও অনেকেই। এদিনের এই রিলে অনশনে ১৫ জন ১৫ জন করে মোট ১২০০ জন রেল কর্মী অনশনে বসবেন বলে খবর।
 
            এবিষয়ে সংগঠনের জেলা সেক্রেটারি প্রকাশ কুমার ব্যানার্জী বলেন, রেলের 100% বেসরকারিকরণের প্রতিবাদে, রেলের শূন্য পদে কর্মী নিয়োগ সহ একাধিক দাবীতে 72 ঘণ্টা রিলে অনশন শুরু করেছে রেল কর্মচারীরা। সারা দেশের সাথে এদিন পূর্ব রেলের  মালদা বিভাগে ইস্টার্ন রেলওয়ে মেনস্ ইউনিয়নের উদ্যোগে অনশনে বসেছে রেলকর্মীরা। অনশন চলবে আগামী 11 তারিখ পর্যন্ত।